সিরাজগঞ্জের তাড়াশে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২ টায় উপজেলার সগুনা ইউনিয়নের এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানা হতে আগত লছিমন গাড়ীটির মালিক মিরাজ হোসেন ও ড্রাইভার আবু সাইদ অতিরিক্ত খড় বোঝাই করে যাওয়ার সময় ধামাইচ বাজারে বৈদ্যুতিক তারের সাথে লেগে গেলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রথমে খড় বোঝাই গাড়ীটি বিদ্যুতের ড্রপ তারের সাথে আটকে যায়। পরে ড্রপ তার কেটে গেলে মেইন তার দুই ফেস একসাথে হয় ফলে আগুন জ্বলে ওঠে ৷ আগুন ছিটকে খড় বোঝাই গাড়ীর উপর পরলে এ দূর্ঘটনাটি ঘটে৷ পরে স্থানীয়রা তাড়াশ ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসকে জানালে গুরুদাসপুর ও তাড়াশ থানা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে৷
চালক আবু সাইদ ঘটনাস্থলে আহত হলে তাকে গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশসহ লছিমন গাড়ীটি সম্পূর্ণ পুড়ে গেছে৷
তাড়াশ থানা ফায়ার সার্ভিসের সাব অফিসার এস এস রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রন করতে পেরেছি। খড় বোঝাই গাড়িটি পুড়ে গেছে এবং চালক আবু সাইদ ঘটনাস্থলে আহত হওয়ায় তাকে গুরুদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে।