ভোরের কণ্ঠ প্রতিবেদকঃ সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাজাহাপুর গ্রামের খেলার মাঠ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী সরকারী জায়গায় কিছু স্থাপনা নির্মাণ করে খেলাধুলার বিঘ্ন ঘটিয়ে আসছিলেন।একাধিক ক্রিড়াপ্রেমির অভিযোগের প্রেক্ষিতে ক’দিন আগে অবৈধ স্থাপনার বিষয় উল্লেখ করে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়।
২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খাঁন এর ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো ভেংগে গুড়িয়ে দেয়া হয়েছে।
স্থাপনাগুলো নির্মাণ করার ফলে মাঠের জায়গা সংকুচিত হয়ে পরেছিলো। এখানে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীর খেলাধুলা করে।তাছাড়া আন্তঃজেলা ফুটবল খেলাও এই খেলার মাঠে অনুষ্ঠিত হয়। খেলাধুলার উন্মুক্ত পরিবেশ রক্ষার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থাপানাগুলো উচ্ছেদ করা হয়েছে।
এ সময় উল্লাপাড়া মডেল থানার পুলিশ প্রশাসন উচ্ছেদ অভিযানের সার্বিক সহযোগিত করেছেন।