বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ১ শিশুর মৃত্যুে-ভোরের কণ্ঠ।

মোঃ আরিফুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি। / ৪০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি গাড়ির চাকায় পিষ্ট হয়ে  আব্দুল মমিন নামের ১ শিশুর মৃত্যুে হয়েছে। ঘটনাটি ঘটেছে ২ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌনে এগারোটার দিকে। নিহত শিশু আব্দুল মমিন উপজেলার দড়িকালীনগর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে এগারো ঘটিকার দিকে উপজেলার দড়ি কালিনগর মোড়ে শিশু মমিন রাস্তা পাড়াপাড়ের সময় একই গ্রামের সৈয়দ জামালের ছেলে ঘাতক ট্রলি চালক মান্নান ওই শিশুটির উপর দিয়ে ট্রলি চালিয়ে দেয়।

শিশু মমিন ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয়। আশপাশের লোকজন আহত মমিনকে উদ্ধার করে দ্রুত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু মমিন তার পিতা মাতার একমাত্র সন্তান। ঘাতক ট্রলি চালক মান্নান ও নিহত মমিন পরস্পর আত্মীয়।

এসআই সাইদুল ঘটনাস্থল পরিদর্শন এবং ঘাতক ট্রলীটি আটকের তৎপরতা চালাচ্ছেন। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ ঘাতক ট্রলিটিকে আটকের চেষ্টা করছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর