সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের রাজিবপুুুরে রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থী ও প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে রাজিবপুর অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সমাজ সেবক ইমরান হাসমীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা শেষে অবহেলিত শীতার্ত বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগবাটী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ আলী।
প্রধান অতিথি বলেন, বাগবাটী রাজিবপুরে অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও থেরাপী হাসপাতাল প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার অসহায় বুদ্ধি প্রতিবন্ধীরা শিক্ষার আলোয় উজ্জীবিত হচ্ছে।
এই প্রতিষ্ঠানটি আরো সুপ্রসারিত হবে এতে আমরা সকল ধরনের সহযোগীতার হাত বাড়াবো। তিন শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী সুশিক্ষায় শিক্ষিত হয়ে পবিরারে মুখ উজ্জল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম মানিক খান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, প্রতিষ্ঠানের পরিচালক মোছা. তাহমিনা কলি, সিনিয়র সহকারী শিক্ষক মো. ফয়সাল হোসেন, সহকারী শিক্ষক মোছা. আমিনা খাতুন, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ৩শতাধিক শিক্ষার্থীসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ৩ শতাধিক শিক্ষার্থী ও এলাকার অসহায় ২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।