কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে গৃহ নির্মান সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাকামাইয়া ইউনিয়নের দিত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সামগ্রী বিতরন করা হয়। উন্নয়ন সংস্থা গুড নেইবারস এর সহযোগিতায় জাপান প্লাটফর্মের আর্থিক সহায়তায় বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকামাইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত।
এসময় সংস্থার প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, ফিল্ড ফ্যাসিলেটর নুরুল ইসলাম পলাশ ও ইনকাম জেনারেশন অফিসার পরাগ ডি রোজারিও উপস্থিত ছিলেন।
প্রত্যেক পরিবারকে ১৪ পিচ করে ঢেউটিন বিতরন করা হয়েছে। কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে মোট ১১ শ‘ পরিবারের মাঝে এ সহায়তা বিতরন করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছে সংস্থাটি।