সিরাজগঞ্জের কাজিপুরে মহিলাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, জাইকার ইউডিএফ সামিউল হক। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে ৩০ জন আগ্ৰহী মহিলা এই প্রশিক্ষণে অংশ গ্ৰহণ করে এবং ১৫ দিন প্রশিক্ষণ চলবে । জাইকা এবং স্থানীয় সরকারের অর্থায়নে নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম।