কলাপাড়ায় জমে উঠেছে পৗরসভার নির্বাচন-ভোরের কণ্ঠ।

পটুয়াখালীর কলাপাড়ায় জমে উঠেছে আসন্ন পৌরসভার নির্বাচনের প্রচার-প্রচারনা।প্রতিদিন চার মেয়র প্রার্থী সহ ৪৯ জন কাউন্সিলর প্রার্থীল শতশত কর্মীরা বাড়ী-বাড়ী কিংবা দোকান-পাটে ভীর করছে ভোট প্রার্থনার জন্য । অপরদিকে, বেলা ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শব্দ যন্ত্রের মাধ্যমে বিভিন্ন গান বাজিয়ে কিংবা বিভিন্ন প্রকার শ্লোগান দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রেখেছে ।

পৌর শহরের ৫৩ জন প্রার্থীর পক্ষে অন্ততঃ চার শতাধিক নারী-পুরুষ হাতে লিফলেট নিয়ে এ প্রচারনায় অংশ নিচ্ছে । এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারী ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১২ হাজার ৮৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করবেন। এ পৌরসভায় মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে ।

ধানের শীষ প্রতীক নিয়ে হাজী হুমায়ুন সিকদার,স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে দিদার উদ্দিন আহমেদ মাসুম এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে  হাত পাখা প্রতীক নিয়ে মো.সেলিম মিয়া প্রতিদ্বন্দিতা করছেন। তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ২৬ তারিখের পর থেকে প্রচার-প্রচারনা শুরু হয় এর পরই নৌকার প্রতীকের সমর্থকরা প্রকাশ্যে গালগাল, তার স্ত্রীর মুঠো ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে সকল লিফলেট,ষ্টীকার সড়কের উপর ফেলে দেয়।

বিষয় গুলো এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয় ।তবে জগ প্রতিকের জনপ্রিয়তা আরো তুঙ্গে উঠেছে বলে তাহার দাবি। এ ব্যাপারে জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহমেদ মাসুম আরও জানান, এ পর্যন্ত অনেক হুমকি -ধামকি এসেছে।

জনপ্রতিনিধি হতে হলে ধৈর্য সহকারে এ গুলো মোকাবেলা করা উচিত । সে হিসেবে রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করা হলেও ওই বিষয়ে কোন প্রকার ব্যাবস্থা নেয়া নেয়নি। আমার সমর্থকরা টু-টা শব্দ পর্যন্ত করেনি বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন হলে জনগন তাকেই নির্বাচিত করবেন ।

এদিকে, বিপুল চন্দ্র হাওলাদার জগ প্রতীকের কর্মী-সমর্থকদের হামলার কথা অস্বীকার করে বলেন, জগ প্রতীকের কর্মী-সমর্থকরা নিজেরা নিজেরা গন্ডগোল করে নৌকার কর্মী সমর্থকদের উপর দোষ চাপাতে চাচ্ছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *