সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবক গ্রেফতার-ভোরের কণ্ঠ।

সিরাজগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিনপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রুহুল আমীন (২০) একই গ্রামের কামাল হোসেনের ছেলে বোরহান উদ্দিন তালুকদার (১৯) ও জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বালিয়া মেন্দা গ্রামের মকবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৯) নামের এই ৩ যুবককে গ্রেফতার করা হয়।

রোববার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলনে এতথ্য নিশ্চিত করেন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক।

সংবাদ সম্মেলনে উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক আরো জানান, গত শনিবার (১৩ ফেব্রুয়ারী) রাতে সদর উপজেলার মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড়ে রহমত আলীর বাড়ির গোপন আস্থনায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
এসময় পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত। তারা মোটরসাইকেল চুরি করে গোপন আস্থানায় রাখতো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *