হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম আবদুল্লাহ্ আল মানসুর-ভোরের কণ্ঠ।

পটুয়াখালীতে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০ পাড়াগ্রুপে জেলা ও উপজেলায় ১ম স্থান অধিকার করেছে কলাপাড়া পৌরশহরে অবস্থিত মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার হেফজ খানা’র ছাত্র ১০ বছর বয়সের আবদুল্লাহ্ আল মানসুর। তিনি কলাপাড়া উপজেলায় ও পটুয়াখালী জেলায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০ পাড়াগ্রুপে ১ম স্থান অধিকার করে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত “হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২১” কলাপাড়া উপজেলায় গত ১৬ জানুয়ারী ২০২১ কলাপাড়া ভ্যানু স্লুইজগেইট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন প্রতিযোগির মধ্যে উপজেলায় ১ম স্থান অধিকার করে এবং  পটুয়াখালী জেলায় গত ২৪ জানুয়ারী ২০২১ পটুয়াখালী ভ্যানু পুরান বাসস্ট্যান্ড মোয়াজ্জেম হাফেজি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

এতে ৩৫ জন প্রতিযোগির মধ্যে জেলায় ১ম স্থান অধিকার করে। তার এই প্রতিযোগিতার ফলাফলে কলাপাড়ার মারকাজুত তাহফিজ মডেল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী খুবখুশি। আবদুল্লাহ্ আল মানসুর’র বাড়ী পটুয়াখালীর দশমিনা উপজেলার আরজবেগী গ্রামে,তাহার বাবার নাম মো.আল মামুন।

ওই মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলে জানা যায় সে তাদের মাদ্রাসার হেফজ খানা’র একজন অত্যান্ত মেধাবি ছাত্র এবং তাদের আশা বিভাগীয় পর্যায়ও ভাল করে সে দেশ সেরার খেতাব অর্জন করবে।

মানসুর’র বাবার সাথে কথা বললে তিনি জানান, সকলে যেন তাহার ছেলের জন্য দোয়া করেন সে যাতে বিশ্বে দেশের মুখ উজ্জল করে সম্মান বয়ে আনতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *