জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদকসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক-ভোরের কণ্ঠ।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের হাতে ৬০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনা ও ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট পৌরসভা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে জয়পুরহাট সদর থানার পৌরসভা এলাকার ডাঃ আবুল কাশেম ময়দানের সামনে দুইজন মহিলা মাদকদ্রব্য ফেন্সিডিল বডি ফিটিং অবস্থায় গাড়ির অপেক্ষা করছে।

এই মর্মে সংবাদ পেয়ে উক্ত স্থানে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আটক করে। তাৎক্ষনিক তল্লাশী করলে উক্ত মাদকদ্রব্য উদ্ধার পূর্বক মোছাঃ রেহেনা বেগম (৩৮) স্বামী- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-আয়মা রসুলপুর এবং মোছাঃ ভানু(৫০), স্বামী- জেকের আলী, গ্রাম-উত্তর গোপালপুর, উভয়ের থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়ের নিকট হইতে ৩০+৩০=৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *