শাহজাদপুরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৩-ভোরের কণ্ঠ।

গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথের নির্দেশনায় এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীসহ হত্যা ও ওয়ারেন্টভুক্ত অপর দুই আসামীকে গ্রেফতার করেছে।
আজ সোমবার আটককৃতদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই মেহেদি সঙ্গীয় ফোর্সসহ সলঙ্গার হাটিকুমড়ুল এলাকায় অভিযান চালিয়ে উপজেলার জিগারবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে চেক জালিয়াতি মামলায় ২ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী সামছুল হক (৪৫) কে গ্রেফতার করে।

অপরদিকে, গত রোববার সন্ধ্যায় এএসআই মেহেদির নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার পাড়কোলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আমির হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী সোলেমান (৩২) ও জয়নাল (৩৫) কে গ্রেফতার করে। আটককৃত সোলেমান ও জয়নাল চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। এ হত্যা মামলায় তারা জামিনে থাকলেও অপর একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। সোমবার ধৃত ৩ আসামীকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *