সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হতে গিয়ে ১ শিশু নিহত-ভোরের কণ্ঠ।

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পার হতে গিয়ে ১ শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের মহিষলুিিটি বাসস্টান্ড নামক স্থানে।

নিহত শিশু নোমান (০৭) পাবনা জেলার চাটমোহর উপজেলার সিদ্ধিরগঞ্জ গ্রামের আবু সাইদের ছেলে । জানা গেছে  শনিবার দুপুর ১.৩০ টার দিকে মহিষলুিিটি বাসস্টান্ডে রাস্তা পারাপারের সময় হাটিকুমরুল থেকে রাজশাহী গামী পিকাব ভ্যান  ( ঢাকা মেট্টো ন ১৩৩০৫২) চাপা দিলে ঘটনাস্থালে শিশুটি গুরুতর আহত হয়।  পরে স্থানীয় জনগন তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সে মারা যায়।

এ ব্যাপারে  ডিএসবি তাড়াশ জোন এস অই আব্দুল হাই সিদ্দিকী  বলেন,  আহত শিশুকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সে মারা যায় ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান বলেন, পিকাব ভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *