তাড়াশে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু-ভোরের কণ্ঠ।

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার  নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে  ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বিথী (১২)  ও একই গ্রামের শাহজাহান প্রামানিকের মেয়ে রীথি (১১) বিষ দেওয়া পুকুরে মাছ ধরতে গেলে পানিতে তলিয়ে মারা যায়। এদের মধ্যে বিথী ভায়াট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও রীথি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খালকুলা গ্রামের বরাত আলী ভায়াট গ্রামে পুকুর ৫ বছরের জন্য লিজ নিয়ে মাছের চাষ করতে ছিল। ৩দিন আগে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ ধরে ছেড়ে দেয়।

মঙ্গলবার সকাল থেকেই স্থানীয়রা ওই পুকুরে নেমে মাছ মারছিল। মাছ ধরে সবাই চলে আসলে  বিথী ও রীথি ওই পুকুরে মাছ ধরতে যায়। সেখানে মাছ ধরার এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। ডুবে যাওয়ার এক পর্যায় ওই শিশুরা হাত নারালে পাশ্ববর্তী মহিলা দেখতে পেলে চিৎকার দেয়। স্থানীয়রা তৎক্ষনাত পুকুরে নেমে খোঁজা শুরু করলে পায়ের নিচে একজনকে পায় ।

পরে একই স্থানে অন্য একজনকে পাওয়া যায়। ২জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, লোক মুখে শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *