ফুলবাড়ীতে আমরা করব জয় এর সচেতনতা মুলক কর্মসুচি-ভোরের কণ্ঠ। 

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করতে দিনাজপুরের ফুলবাড়ীতে রোববার অরাজনৈতিক সামাজিক উন্নয়ন কর্মকা-মূলক সেচ্ছাসেবি সংগঠন ‘আমরা করব জয়থ এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী  জনসচেতনতা সৃষ্টি করতে “আমরা করব জয়” সংগঠনের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণস্থানে পথচারী, রিকশা-ভ্যান চালকসহ দোকানী ও ক্রেতাদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেন সংগঠনটির একদল তরুণ-তরুণী। এবং সেইসাথে যারা মাস্ক পরিধান করে রয়েছে তাদের ফুল দিয়ে শুভাচ্ছা জানান তারা।

এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ, সদস্য মৌসুফ পারভেজ শুভ, প্রেমা দাস প্রিতম, মিনহাজ উদ্দিন স্বজল, আব্দুর রহিম গুলুলু, জাকিরুল ইসলাম জাকির, আমিনুল ইসলাম, রিয়া গুপ্তা, মাহফুজা রহমান, মো. হাসান, স্নেহা গুপ্তা, সেজুতি গুপ্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা প্লাবন শুভ বলেন, করোনাভাইরাস আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালি হয়ে উঠেছে। হঠাৎই করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে উঠেছে। কিন্তু জনসাধারণ সচেতন হচ্ছে না।

অনেকের মুখে মাস্ক নেই। মাইকিং করে সতর্ক করার পরেও মাস্ক পরায় অনীহা দেখা যাচ্ছে। এখন সময় নিজে সুরক্ষিত থাকা এবং অপরকে সুরক্ষিত রাখা। সকলের উচিৎ মাস্ক পরিধান করা।

আমরা নিজেরাই সচেতন না হলে আমরাই নিজেকে এবং নিজেদের পরিবারকে হুমকির মুখে ফেলবো। তাই সকলের উচিৎ সচেতন হওয়া এবং সরকারের নির্দেশনা মেনে চলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *