তাড়াশ আসনের সাবেক এমপি মিলন আর নেই-ভোরের কণ্ঠ।

সিরাজগঞ্জের তাড়াশের উজ্জল নক্ষত্র আমজাদ হোসেন মিলন আর নেই। রবিবার সকাল ১১.৩০মিনিটে খাজা ইউনুস আলী হাসপাতাল (এনায়েতপুর) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন)।

তাড়াশের  এই উজ্জল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা, পলাশ- ডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক, বর্ষীয়ান জননেতা- আলহাজ্ব গাজী ম ম আমজাদ হোসেন মিলন ২বার উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান,২বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, সভাপতি , সাবেক জাতীয় সংসদ সদস্য বর্তমান  উপজেলা আওয়ামীলীগের বর্তমান নব নির্বাচিত সভাপতি ছিলেন।

প্রিয় মানুষের সকল বন্ধু-বান্ধব, শুভানুধায়ী,রাজনৈতিক সহকর্মী ও কর্মকালীন সহযোদ্ধা,সাংবাদিক বৃন্দসহ সবাই  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ও মহান আল্লাহ- তালার কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ তার শোকাহত

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *