শিরোনাম
বনগ্রাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক আব্দুল্লাহ খিজির। সাবেক কৃষি প্রতিমন্ত্রীর ছেলে সৈয়দ গালিব এর মৃত্যু। তাহিরপুরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল । ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। মাধবপুর উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম মিয়া গ্রেফতার। শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আলোচনা ও ইফতার মাহফিল। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য”পুঠিয়ায় ইফতার মাহফিলে নুরুজ্জামান লিটন। বিএমজিটিএ লক্ষীপুর জেলা কমিটির ইফতার ও দোয়া মাহফিল। মাধবপুরে ডাকাতির চেষ্টার সময় এক ডাকাত দলের সদস্য গ্রেফতার। বিএনপি নেতা গফুর শাহ’র গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় সাত ব্যবসায়ী ও এক পথচারীকে অর্থদন্ড-ভোরের কণ্ঠ।

সৈয়দ মোঃ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি / ৬৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে ৭ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় মুভমেন্ট পাস ছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ার দায়ে ১ জনকে ১ শত  টাকা জরিমানা করা হয়।

২০এপ্রিল মঙ্গলবার  ১১ ঘটিকা হতে ১২.৩০ ঘটিকায় পৌর শহরের নতুন বাজার, সদর রোড ও কঁাচা বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।

ভ্রাম্যমান আদালতে বেঞ্চ সহকারী উবাচু জানান, দোকান খোলা রাখার দায়ে পৌর শহরের সদর রোডে বিসমিল্লাহ্ বেকারী মোঃ আল মামুনকে ৮ হাজার টাকা, নতুন বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলামকে ১ হাজার পাঁচশত টাকা, গ্লাস’র দোকান স্বজলকে ১ হাজার পাঁচশত টাকা, প্লাষ্টিক সামগ্রী ব্যবসায়ী আহ্সানকে ১ হাজার টাকা,কাঁচামালের দোকানী মোঃ দেলোয়ার মুসুল্লী, মোঃ এরশাদুল ও অটল পাল উভয়কে ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিনা কারনে ঘরের বাইরে বের হওয়ায় মোঃ মিজানকে ১ শত টাকার জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সংক্রমন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ এর ২৪ (১) ধারা লঙ্গনে ২৪ (২) ধারা মতে ৩ ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধরায় ১ ব্যবসায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধরায় ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এছাড়া দন্ড বিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ জনকে জরিমানা করা হয়েছে। এসময় তিনি নিজেই হ্যান্ড মাইকে কোভিট-১৯  করোনা ভাইরাস সংক্রমণ হতে রক্ষা পেতে জনসাধারণকে সচেতন করে বলেন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর