কুয়াকাটা পৌর ছাত্রলীগ সম্পাদকের সংবাদ সম্মেলন-ভোরের কণ্ঠ।

কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তাইফুর রহমান হাসানের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল সক্রিয় বলে ছাত্রলীগ সম্পাদক তাইফুর রহমান হাসান দাবী করেছেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে পৌর ছাত্রলীগ সম্পাদক হাসান বলেন, ছাত্রলীগ সম্পাদকের ছবি কম্পিউটারে এডিট করে দুথএক নারীর ছবির সাথে জুড়ে অন্তরঙ্গ হিসেবে তৈরী করে বেশ কয়েকটি ফেক আইডি ব্যবহার করে ফেসবুকে ছড়িয়েছে ওই মহলটি।

বিষয়টি নিয়ে কোন নারী কিংবা তাদের পরিবার থেকে অভিযোগ করা না হলেও এটি ছাত্রলীগের সুনাম ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস, যা তথ্য প্রযুক্তি আইনের অপরাধ বলে দাবী তার। তাই এ বিষয়ে তথ্য প্রযুক্তি আইনে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে হাসান আরও বলেন, কুয়াকাটার নবনির্বাচিত দলছুট পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার আমাকে গালমন্দ করে এমন একটি অডিও ফেসবুকে ভাইরাল হওয়ায় সেটি ধামাচাপা দিতে এই অপপ্রচার চালানো হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান ও মহিপুর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী সহ কুয়াকাটায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *