কালিয়াহরিপুরে জেলে সম্প্রদয়ের মাঝে ভিজিএফের চাল বিতরণ-ভোরের কণ্ঠ।

“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো”। এ শ্লোগান নিয়ে-জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণে বিরত থাকার জন্য জেলে সম্প্রদায় অসহায় মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায়-সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ৯২ জন মৎস্য শিকারীদের মধ্যে (প্রতি মাসে ৪০ কেজি হারে এপ্রিল-মে, ২ মাসের জন্য) ৮০ কেজি করে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভিজিএফ চাউল বিতরণ কার্য্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঝাটকা শিকার করা নিষেদ। আপনাদের পরিবার পরিজনের কথা মাথায় রেখে সরকার ভিজিএফ কার্ডের ব্যবস্থা করেছে।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ সহ সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, লিফ ও সুধীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *