সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ইটভাঙ্গানো মেশিনের নিচে চাপা পড়ে এক যুবকের মৃত্যু-ভোরের কণ্ঠ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইটভাঙ্গানো মেশিনের নিচে চাপা পড়ে জাহাঙ্গীর আলম(২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জাহাঙ্গীর উপজেলার কয়ড়া ইউনিয়নের চড়ুইমুড়ি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের কয়ড়া বাজার জামে মসজিদের পাশে।

জানা যায় মঙ্গলবার(৫মে) সকালে চড়ুইমুড়ি গ্রামের ক’জন শ্রমিক ইটভাঙ্গানোর জন্য মেশিন নিয়ে কয়ড়া সারোয়ার হোসেনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উল্লাপাড়া মোহনপুর আঞ্চলিক সড়কে কয়ড়া বাজার জামে মসজিদের পাশে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মেশিনটি উল্টে খাদের নিচে চলে যায়। এতে মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এঘটনা নিশ্চিত করে কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মনিরুল ইসলাম জানান ইটভাঙ্গানো মেশিন যোগে ইটভাঙ্গার জন্য কয়ড়া গ্রামের সারোয়ার বাড়ি যাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মেশিনটি সড়কের পাশে খাদে পড়ে যায়।এতে চালক জাহাঙ্গীর মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর