সিরাজগঞ্জের তাড়াশে মাগুড়া বিনোদ ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে ও জনস্বার্থে বিভিন্ন স্থানে এলজিএসপি ৩ প্রকল্প’র অর্থে উন্নয়নের কাজ করা হয়েছে।
৫ মে বুধবার সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এলজিএসপি’র ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দ থেকে নাদোসৈয়দপুর জন কল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে স্কুলের বিভিন্ন কর্মসূচি ও গ্রামের যুব সমাজের বিনোদনে ,সরকারী বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নে ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য ১টি উম্মোক্ত মঞ্চ, নাদোসৈয়দপুর বাজারের পশ্চিম পাশের্ব জনস্বার্থে বিশেষ করে নদী মাতৃক ব্যবসায়ীদের সুবিধার্থে ও বাজারের উন্নয়ন কল্পে নদীর কিনার থেকে পাকা রাস্তা পর্যন্ত ১টি ঘাট নির্মাণ, নাদোসৈয়দপুর বাজার সংলগ্ন চাদের মোড়ে আরেকটি ঘাট ,এছাড়াও হামকুড়িয়াতে ১টি কালভার্টসহ আরও ২ কালভার্ট,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপকরণ বিতরণসহ উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
এ ব্যাপারে মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল বলেন, আমার নিজের সংসার ও ইউনিয়ন পরিষদকে ভিন্ন মনে করি না। সংসারের উন্নয়নে কর্তা দায়িত্ব পালন করে যেমন ভাবে সংসার পরিচালন করেন ঠিক তেমনি ভাবে আমি ইউনিয়নের মনিব হিসেবে এই মাগুড়া বিনোদ ইউনিয়ন সাজানোর চেষ্টা করছি। আগামী নির্বাচনে মাগুড়া ইউনিয়ন বাসী যদি আমাকে এই সংসার পরিচালনার ভার দেন তাহলে এই ইউনিয়নকে উপজেলার মধ্যে তথা জেলার মধ্যে ১টা ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।