স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদের ঈদ উপহার বিতারন-ভোরের কণ্ঠ।

গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায়দের সহায়তা করছেন ছাত্র/ছাত্রী কল্যাণ পরিষদ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে পলাশবাড়ীতে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দেন সংগঠনের সভাপতি মোঃ সাগর সরকার মিনু সহ সদস্যরা।

এতে রয়েছে সেমাই, চিনি,দুধ, লাইফবয় সবান, কাপড় কাঁচা সাবান সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
সংগঠনের সদসরা জানান, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো জন্য সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন আবুল কালাম আজাদ।

তাই মহামরি করোনা সক্রমণ রোধে সরকারের লকডাউন এবং ঈদুল ফিতরকে সামনে রেখে সংগঠনের সদস্যদের দেওয়া নিজস্ব অর্থায়নে কয়েকজন হতদরিদ্র  অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

তবে সমাজের ভিত্তবানদের সহযোগীতায় অসহায়দের মাঝে আরও ব্যাপক পরিসরে খাদ্য সহায়তা তুলে দেওয়ার ইচ্ছা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *