২১ মে অনলাইন নিউজ পোর্টাল জয়যাত্রা ডট কমে “কাজিপুর আওয়ামীলীগে প্রবেশ করেছে বিএনপি-জামায়েতের দুস্কৃতিকারীরা” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী মোঃ নিজাম উদ্দিন।
নিজ বসভবনে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকাশিত সংবাদের তথ্য সুত্রে আমার নাম ব্যবহার করা হলেও বিষয়টি আমি জ্ঞাত নই।যারা নিউজ করেছে তাদেরকে আমি চিনিওনা। আমি এবং আমার পরিবারের সন্মানহানীর অপচেষ্টাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। সংবাদে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সম্পর্কে যে ধরনের অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করেছে তাতে তাদের সন্মানহানীর অপচেষ্টা চালানো হয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকাশিত সংবাদে কাজিপুরে বিএনপি-জামায়াত সম্পর্কে যে উদ্ভট তথ্য উল্লেখ করা হয়েছে, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর হাতে কাজিপুরে আওয়ামীলীগের গোড়াপত্তন পরবর্তীতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে প্রয়াত জননেতা মোহাম্মাদ নাসিম আরো সমৃদ্ধ করেন এবং বর্তমানে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে একনিষ্ঠ ভাবে উন্নয়নমূলক কাজে সর্বোদা নিয়োজিত আছেন।
কাজিপুরে বিএনপি-জামায়াত মাথাচাড়া দিতে পারেনি ভবিষ্যতেও পারবেনা। সংবাদটিতে ছাত্রনেতা কুড়ানকে জড়িয়েছে। ২০০৮ সালে কুড়ান আওয়ামীলীগের প্রতি আস্থারেখে মোহাম্মাদ নাসিমের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী পতাকাতলে যোগদান করে অদ্যবদি আওয়ামীলীগ কর্মী হিসেবে দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিভাজন নেই। সকল নেতাকর্মীরা একটি আওয়ামীলীগ পরিবারের সদস্য হিসেবে পরিগণিত হয়। কাজিপুর আওয়ামী লীগের দূর্গ হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে।
একটি কুচক্রীমহল ও ষড়যন্ত্রকারীরা মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করার মাধ্যমে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে। কুচক্রীরা প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র উপনির্বাচনে বিরোধীতা করার চেষ্টা করে। তারা মুলত জনবিচ্ছিন্ন ও উন্নয়ন বিরোধী। আমি প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।