বগুড়ার শিবগঞ্জে নিজের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট শ্বশুর মিলন মিয়াকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।এ ঘটনায় পুত্রবধু সোমবার রাতে শিবগঞ্জ থানায় উপস্থিত হয়ে লম্পট শ্বশুর মিলন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দ্বায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর পশ্চিম পাড়া গ্রামের মিলন মিয়ার ছেলে নান্নু মিয়া দিনমজুরের কাজ করেন। গত ৯ মে সকালে নান্নু তার স্ত্রীকে ঘরে রেখে ভোরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে যায়। দুপুরে খাবার সময় হলে পুত্রবধূর ঘরে শ্বাশুড়ি খাবার পৌছে দেয়। খাবার খেয়ে সে তার নিজ শ্বয়ন কক্ষে শুয়ে পড়েন।
ঘুমন্ত পুত্রবধূকে ঘরে একা পেয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।এ সময় পুত্রবধূর ঘুম ভেঙ্গে যায় এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক পর্যায়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় পুত্রবধূর আত্মচিৎকার করলে লম্পট শ্বশুর তার মুখ চেপে ধরে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শিবগঞ্জ থানায় লম্পট শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নং-২৭তারিখ-২৪ মে/২০২১ খ্রিঃ।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযুক্ত আসামী শ্বশুর মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply