শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

বগুড়ায় শিবগঞ্জ থানা পুলিশের হাতে ভুয়া সিআইডি অফিসার গ্রেপ্তার।

মোঃ গোলাম রাব্বানী, বিশেষ প্রতিনিধি / ৬৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১

বগুড়ায় শিবগঞ্জ থানা পুলিশের হাতে শফিকুল ইসলাম(৩৪) নামের ভূয়া বাংলাদেশ(ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডি অফিসার গ্রেপ্তার। এ সময় ভুয়া সিআইডি অফিসারের পরিচয়পত্র সহ বেশকিছু দপ্তরিক উচ্চ পদস্থের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

ধৃত ভুয়া সিআইডি অফিসার উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের চকঝিনাহার গ্রামের বাসিন্দা ও মৃত সিরাজুল ইসলামের পুত্র৷

জানা যায়, ভুয়া (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডি অফিসারের পরিচয়দানকারী শফিকুল ইসলাম সে দীর্ঘদিন উপজেলার আনাচে-কানাচেতে ঘুরে এলাকার সাধারণ মানুষকে বিপদের ভয় দেখিয়ে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার জামতলী বাজার থেকে ভুয়া সিআইডির এই কর্মকর্তা কে আটক করে থানায় নেয় পুলিশ।

এবিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটককৃত ভুয়া সিআইডি পরিচয়দানকারী ব্যক্তি সে কুড়াহার গ্রামের মৃত মোহিন উদ্দিনের ছেলে নুরুল ইসলামকে কৌশলে সিআইডি অফিসারের পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা চাঁদাদাবি করে।

বিষয়টি তাৎক্ষণিক তদন্ত করে দেখা যায়, সে একজন ভুয়া প্রতারক সিআইডি কর্মকর্তা। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়। এসময় তার কাছে থাকা ভুয়া (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডির আইডি কার্ডসহ আরও বেশকিছু সরকারি দপ্তরের আইডি কার্ড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর