সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শরিবার ০৫ জুন বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাসপাতাল সংলগ্ন খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার েেমেজবাউল করিমের সভাপতিতে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নেশা মুক্ত সমাজ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ওবায়দুল্লাহ, বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ,তাড়াশ পৌর সচিব আশরাফুল আলম ভুুইয়া, প্রকল্প বাস্তকায়ন কর্মকর্তা নুর মামুন প্রমুখ।
ফাইনাল ম্যাচে ১নং তালম ইউনিয়ন পরিষদ বনাম তাড়াশ পৌর সভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটিকে ঘিরে মাঠে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ছিল।
তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ধারা ভাষ্যর দায়িত্ব পালন করেন। তাড়াশ পৌর সভা একাদশ টিম ১ নং তালম ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। আগামী ৭জুন তাড়াশ পৌর সভা জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (ইউনিয়ন) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২১ খেলায় অংশগ্রহন করবেন।