নাটোরেরর নলডাঙ্গা পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে উপ-বরাদ্দকৃত ত্রাণ (চাউল) মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আক্রমনের ফলে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ জুন) সকাল সাড়ে দশটায় মানবিক সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করেন,নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির।
এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলরবৃন্দ যথাক্রমে বক্কর হোসেন, আজাহার আলী মিন্টু,মহসিন আলী,শরিফুল ইসলাম পিয়াস, মাহাবুর ইসলাম, ফরহাদ হোসেন, জামাল হোসেন, মাহমুদুল হাসান ফকির মুক্তা, সঞ্জয় ভট্টাচার্য, হাওয়া বেগম,সামছুন্নাহার, ডলি বেগম উপস্থিত ছিলেন।
এ সময় পৌরসভার কর্মহীন অসহায় চারশত পরিবারের মধ্যে দশ কেজি করে চাউল বিতরণ করা হয়।