সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ফরিদুল ইসলাম(১৪) ও রফিকুল ইসলাম(৪৩) নামের দুই জন মারা গেছে।
রোববার(৬ জুন) বিকেল সাড়ে ৪ টায় বৃষ্টির সময় উপজেলার উধুনিয়া ও সলঙ্গা ইউনিয়নের পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় স্কুল ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে ফরিদুল ইসলাম (১৪) ও আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম(৪৩)।
এ ঘটনা নিশ্চিত করে উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জানান নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।সে আগদিঘল গ্রামের মাঠে ধান কাটার কাজ করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় কাজ বাদ দিয়ে বাড়ি আসার পথে গ্রামের কেন্দ্রীয় করস্থান সংলগ্ন এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।
অপর দিকে সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এ তথ্য নিশ্চত করে জানান নিহত রফিকুল ইসলাম এক জন হাঁস খামারি। খামারের হাঁস ধরাইল বিলে মধ্যে ছেড়ে দেওয়া ছিলো।বৃষ্টি ও বৃষ্টির গর্জন দেখে বিল থেকে হাঁস উঠিয়ে আনার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।