শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ফসলি মাঠে ধান কাটতে গিয়ে আজ রবিবার বিকেল পাঁচটার সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছে ।
জানা গেছে, উপজেলার কায়েপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা ( ২৪ ) এবং নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত ভোলা পন্ডিতের ছেলে আলহাজ্ব পন্ডিত বিকেল ৫ টায় বজ্রপাতে নিহত হয় ।
নিহত জুয়েল এ সময় কোনাবাড়ি ফসলি মাঠে ধান কাটার জন্য অবস্থান করছিল এবং বাতিয়া গ্রামের আলহাজ্ব পন্ডিৎ বাতিয়া মাঠে খড় শুকানোর সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। মাঠ থেকে চলে আসার পথে বজ্রপাতের ঘটনা ঘটে।এ ঘটনায় তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।