নাটোরের নলডাঙ্গা উপজেলায় মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে নলডাঙ্গা থানা পুলিশের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৮ জুন)বিকেল সাড়ে পাঁচটায় নলডাঙ্গা থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নলডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, কাউন্সিলর যথাক্রমে মাহাবুর ইসলাম, জামাল হোসেন, মাহমুদুল হাসান ফকির মুক্তা, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন।
বক্তারা সকলে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের আক্রমনের শিকার থেকে বাঁচতে মহান সৃষ্টিকর্তার সাহায্য কামনা করে, মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে, সবাইকে সচেতন থাকার আহবান জানান। উক্ত মতবিনিময় সভায় পৌরসভার সকল কাউন্সিলর ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।