উল্লাপাড়ায় প্রয়াত নেতা নাসিমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল ।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৩ জুন) উপজেলা আওয়ামী লীগ দলীয় কাযার্লয়ে নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, কালোব্যাচ ধারণ, কোরআনখানী, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *