করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য এ্যাওয়ার্ড (সম্মাননা) ও সনদ পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
১৪ই জুন বাংলাদেশ জাতীয় যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ গণস্বাস্থ্য কেন্দ্র ঢাকা’র পক্ষ থেকে গণস্বাস্থ্য সেবা সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সফল চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করেন।
উল্লেখ্য যে, আতিকুর রহমান মুকুল করেনার শুরু থেকেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষের প্রতি স্বাস্থ্য বিধি মেনে চলতে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসাবে মাস্ক বিতরণ, মানুষকে ঘরে থাকতে প্রচার মাইকিং, বাজার মনিটরিং, জনসমাগম এড়িয়ে চলতে নানা পরামর্শসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছেন।
সরকারি ত্রাণ সামগ্রী ভ্যান যোগে গ্রাম্য পুলিশের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানো, স্বাস্থ্য বিধি মেনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, করোনা মোকাবেলায় সকল চেয়ারম্যানই কাজ করেছে।
আতিকুর রহমান মুকুল সরকারের সকল ত্রাণ কার্যক্রমে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছেন। লক্ষিত জনগোষ্ঠি চিহ্নিত করণে তিনি সঠিক ভূমিকা রেখেছেন।
আতিকুর রহমান মুকুল বলেন, করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি নিজ উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য বিধি মেনে চলতে কঠোর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছি। সরকারি ত্রান সামগ্রী ভ্যান যোগে গ্রাম্য পুলিশের দ্বারা বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। আমার সাধ্যমতো করোনা প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি।