মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় থেকে কাঁচা মরিচ দ্বারা বিশেষ কায়দায় লুকানো আট কেজি গাঁজা সহ রফিকুল ইসলাম(৩৭)কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার (২৭ মার্চ) সকালে পুলিশ সুপার মুক্তা ধর এক লিখিত প্রেস ব্রিফিংয়ে জানান, রামগড় থানার চৌকস আভিযানিক দল রামগড় থানা এলাকায় নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ইউনিয়ন পরিষদের ০৭নং ওয়ার্ড পশ্চিম বলিপাড়া বাজারস্থ নুর উল্ল্যাহ এর পান দোকানের সামনে থেকে মোঃ রফিকুল ইসলাম(৩৭) কে ০২টি সাদা প্লাষ্টিকের বস্তায় ০৮ কেজি গাঁজা সহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তী দিঘীনালা উপজেলার মেরুং ইউপির ৪নং ওয়ার্ড বাঁচা মেরুং এলাকার মৃত ওমর আলী’র ছেলে রফিকুল ইসলাম।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Post Views: 116