ঠাকুরগাঁও প্রতিনিধি:
সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা পাট অধিদপ্তর অফিস চত্বরে বিনামূল্য পাট বীজ, রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খরিপ-১ মৌসুমের (২০২৩-২৪ অর্থবছর) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাটের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ সময় রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম ও সুবিধাভোগী কৃষকেরাও উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম
কৃষি কর্মকর্তাশহিদুল ইসলাম জানান,এ কর্মসূচির আওতায় রানীশংকৈল উপজেলায় ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১কেজি করে পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩কেজি টিএসপি, ৩ কেজি এমওপি প্রদান করা হবে।
Post Views: 142