রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উদ্যোগে প্রতি বছরেন ন্যায় গোয়ালন্দ উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও নারী শিক্ষিকাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনু্ষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটি।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পরিচালক মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে ২৯০ জন ঈমাম, মুয়াজ্জিন ও ইসলামি ফান্ডেশন পরিচালিত গণশিক্ষা কার্যক্রমের ৪০ জন শিক্ষিকা সহ মোট ৩৩০ জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ইমাম, মুয়াজ্জিনের হাতে পায়জামা ও পাঞ্জাবি এবং নারী শিক্ষিকাদের মাঝে বোরকার কাপড় তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, নাসির উদ্দিন রনি, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন, পৌর ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ প্রমুখ।
এসময় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী বলেন, সমাজে ইমাম আলেমদের অবদান অনস্বীকার্য। তাদের অল্প বেতনেও আল্লাহ্ কত সুন্দর ভাবে চালিয়ে নিচ্ছেন। তাই প্রতিবছরের ন্যায় এবারো আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ইমাম, মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার দিয়েছি। আমি তাদের এ সামান্য উপহার দিতে পেরে খুবই আনন্দিত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ।
Post Views: 118