নওগাঁর বিভিন্ন বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার।

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বিভিন্ন বাজার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করলে পুলিশ সুপার মোহাম্মদ রাশি দুল হক পিপিএম।এ সময় তিনি ট্রাফিক ব্যবস্থাপনা সহ শহরের নিরাপত্তাজনিত সামগ্রিক বিষয়  পরিদর্শন করেন।

ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা এক নাগাড়ে দাঁড়িয়ে থেকে তাদের উপর অর্পিত পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছে; জনগণ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার ভেতরে ঈদের কেনাকাটা ও চলাচল করতে পারে। এক্ষেত্রে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত পুলিশ সহকর্মীদের সাথে পুলিশ সুপার মহোদয় রাস্তায় ইফতার করেন। এছাড়াও সম্মানিত জনসাধারণের ভেতরে ইফতার  বিতরণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *