রাজবাড়ী প্রতিনিধিঃ
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে টাইগার প্রিমিয়ার লীগ ফোর রাউন্ড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ এপ্রিল) রাত ৮ টায় টাইগার ক্লাবের আয়োজনে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ বনাম সুকেন স্মৃতি সংঘ একে অপরের মুখোমুখি হয়।
শুরুতে দুরন্ত ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং নির্ধারিত ১২ ওভারে সব কয়েকটি উইকেটের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হন। ৭৮ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সুকেন স্মৃতি সংঘ নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫১ রান করতে সক্ষম হয়। ফলে দুরন্ত ক্রিকেট একাদশ ২৭ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি ও নগদ ৫ হাজার টাকার প্রাইজ মানি পুরষ্কার হিসাবে তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান মোল্লা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুরন্ত ক্রিকেট একাদশের এপি আকাশ ও ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন সুকেন স্মৃতি সংঘের কামরুল কাজী।
খেলায় সভাপতিত্ব করেন টাইগার ক্লাবের সভাপতি মো. নাহিদুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন মো. ফিরোজ আহমেদ ও রায়হান উদ্দিন।
Post Views: 102