রেমা কালেঙ্গা’য় স্বামীকে বেঁধে স্ত্রী’র উপর শারীরিক নির্যাতনের অভিযোগ

চুনারুঘাট থেকে ফিরে এডিসন সুঙয়ের রিপোর্টঃ

চুনারুঘাট উপজেলা অধীনে  রেমা কালেঙ্গার গারিংপাড়া (মঙ্গল্যাবাড়ী)বাসিন্দা   সুকুরানী দেববর্মা(৩০) ও স্বামী সুদিনা দেববর্মা(৩৫) উপর রাস্তা আটকিয়ে স্বামীকে বেঁধে স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার(১৬এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রেমা কালেঙ্গা  গ্রামের লেবু বাগানের  নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে।
নির্যাতিতদের ভাষ্যমতে জানা যায় কালেঙ্গা গ্রামের মারুফ মিয়া ও এমতাজ মিয়া সহ ৪/৫ জন মিলে রাস্তা আটকিয়ে তাদের শারীরিক নির্যাতন করে। সুকুরানী দেববর্মা হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তারা চুনারুঘাট উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।

ভিকটিম সুকুরানী দেববর্মা বলেন বাড়িতে ফেরার পথে আমাকে ধর্ষণ করার চেষ্টা করেছে দুজন ব্যক্তি( মারুফ মিয়া ও এমতাজ মিয়া) । আমার গালে দাঁত দিয়ে কামড়ে দিয়েছে, নাকে মুখে নখ দিয়ে আঁচড় কেটেছে। হাতে আঘাত পেয়েছি। শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় আঘাত করেছে।”

গ্রেটার  সিলেট ত্রিপুরা ডেভেলপমেন্ট কাউন্সিল এর প্রেসিডেন্ট জনক দেববর্মা বলেন,এই ঘটনাটি খুবই্ ঘৃণ্য কাজ, নির্যাতিত ব্যক্তি  বক্তব্য ও শরীরের আঘাতের চিহ্নে পরিস্কার বুঝা গেছে ধর্ষণের চেষ্টা করেছে। নারী ধর্ষণ কারীদের রক্ষার জন্য চুনারুঘাট এর কতিপয় রাজনৈতিক নেতা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাদেরকে চাপ প্রয়োগ করে আপষ মিমাংসায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। প্রয়োজনে, যদি বাধ্য করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সকলের মুখোশ উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে মারুফ ও এমতাজ মিয়া’র সাথে শত চেষ্টা করেও  কথা বলতে পারিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *