শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

গোয়ালন্দে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধী সংস্থাকে অর্থ সহায়তা প্রদান।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ১৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় উপজেলা সমাজসেবা অফিসের বাস্তবায়নে (বিশেষ চাহিদা সম্পন্ন) গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস‍্যদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অনুদান প্রদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদানের এক লক্ষ টাকার চেক গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ’র হাতে তুলে দেন।
এসময়  উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ-তহবিলের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী সংস্থার সদস‍্যরা ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে অন‍্য কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এজন্যই এ অনুদান প্রদান করা হয়েছে। সংস্থাটি এ অনুদান নিয়ে ঝাড়ু তৈরির কারখানা দিয়ে নতুন ভাবে জীবন শুরু করবে বলে আমি আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর