নিজস্ব প্রতিবেদকঃ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে “নিঃস্বার্থে মানব সেবা” নামক সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার ০৪ নভেম্বর ২০২৪ইং, রাত সাড়ে ৮টার সময় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড চৌমুহনার পাশে সাতকরা রেস্টুরেন্টে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় নিঃস্বার্থে মানব সেবার প্রধান অর্গানাইজার মোঃ নিজাম খানের সভাপতিত্বে নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সন্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ রহিম নোমানী, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সালেহ আহমদ চৌধুরী, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের ডাক পত্রিকার মৌলভীবাজার জেলা সংবাদদাতা, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নিঃস্বার্থে মানব সেবা গ্রুপের সদস্য ডা: মোঃ মামুনুর রশীদ, সদস্য মোঃ ফখরুল আহমেদ, সদস্য মোঃ জাফর আহমেদ, সদস্য মোঃ তাজুল ইসলাম, প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয় ও অনুষ্ঠানের শেষে, প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরী-সহ দেশ-বিদেশের সকল দানকারীদের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
প্রবাস থেকে বাংলাদেশে নিজ জন্মস্থানে আগমন উপলক্ষে প্রবাসী মোঃ সুলতাম আহমেদ চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেন নিঃস্বার্থে মানব সেবার (SELFLESS HUMAN SERVICE) আমরা মানব সেবায় অঙ্গিকারবদ্ধ এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সবাই।
Post Views: 100