নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ইং, সকালে মৌলভীবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে জেলা শহরে অবস্থিত এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
পরে নবগঠিত কমিটির জেলা সভাপতি আলাউদ্দিন শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিত’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর’র প্রধান উপদেষ্টা মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাওঃ ফারুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণের সাবেক প্রধান উপদেষ্টা দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলার প্রধান উপদেষ্টা প্রকৌশলী এম শাহেদ আলী, মোঃ ইয়ামীর আলী প্রমুখ।
সম্মেলনে নির্বাচন কমিশন ২০২৫-২৬ সেশনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটির নাম ঘোষনা করেন মৌলভীবাজার জেলায়, সভাপতি আলাউদ্দিন শাহ, সহ-সভাপতি মাও: আহমদ ফারুক, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহফুজ সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মামুন সুরমান, সাধারণ সম্পাদক আব্দুল মুমিত, সহ-সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাও: আব্দুস সালাম, সহ- সাধারণ সম্পাদক (মহিলা) খাদিজা আক্তার, কোষাধ্যক্ষ সৈয়দ সঈদ উদ্দিন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, ট্রেড-ইউনিয়ন সম্পাদক আবুল কাশেম আজাদ, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক রাজুল আহমদ তালুকদার, আইন-আদালত সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক নওশাদ মিয়া, সহ-প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, দপ্তর সম্পাদক মোঃ রইছ উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মাও: সাইদুল ইসলাম, সাহায্য ও পূণর্বাসন সম্পাদক আজিজ আহমদ সাবু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কাজী সামসুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুজাম্মেল হক সিকদার, কর্মসংস্থান সম্পাদক রোমান আহমদ, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ রাজন আহমদ, মোঃ দেলওয়ার হোসেন সাইদ, মোঃ জালাল আহমদ, মোঃ ফয়সল আহমদ, মোঃ এমরান কবির, মোঃ কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সজল আহমদ, সদস্য (মহিলা) হাজেরা খানম, লিভা জান্নাত।
Post Views: 86