বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন

বাঘায় ভেজাল গুড়সহ ও গুড় তৈরীর উপকরণ ধ্বংস।

মোস্তাফিজুর রহমান,বাঘা(রাজশাহী)প্রতিনিধি / ৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় ৬০০ কেজি ভেজাল গুড়সহ  গুড় তৈরীর উপকরণ ধ্বংস করে করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আড়ানী দিয়াড়পাড়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি  তিন কারখানায় অভিযান চালিয়ে তিন কারখানার এই ভেজালগুড়সহ গুড় তৈরির উপকরণ  ধ্বংস করেন।
জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামের হায়দারের ছেলে  জহুরুল ইসলাম, সেলিম হোসেনের ছেলে  ফায়সাল হোসেন, আবুল  সাহার ছেলে  মনি হোসেন  দীর্ঘদিন থেকে চিনি গালায় করে আখের ও খেজুরের  ভেজাল গুড় তৈরী করে আসছিলেন। চিনি, মোলোছোস, নানা রকম ক্যামিকেল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে এই ভেজাল গুড় তৈরী করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি  তিন কারখানায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন কারখানার মালিককের ৬০০ কেজি ভেজাল গুড় ও তৈরীর উপরকরণ ধ্বংস করা হয়।
এ বিষয়ে  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি বলেন, চিনি দিয়ে গুড় তৈরীর তিন কারখানার মালিক অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করছে। সেই সাথে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরীর উপরকরণ ধ্বংস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর